শ্বেতকেতু

উদ্দালকের পুত্র। একদিন পিতার সমক্ষে এক ব্রাহ্মণ এসে তাঁর মাতাকে হাত ধরে নিয়ে যেতে দেখে তিনি যখন ক্রুদ্ধ হয়েছিলেন, তখন উদ্দালক শ্বেতকেতুকে বলেছিলেন যে, সনাতন ধর্ম অনুসারে সকল স্ত্রীলোকই গরুর তুল্য স্বাধীন। নারীরা সজাতি শত সহস্র পুরুষে আসক্ত হলেও অধর্ম হয় না। উদ্দালোকের এই কথায় শ্বেতকেতু সন্তুষ্ট হলেন না। তিনি নিয়ম স্থাপন করলেন যে, যে-নারী পরপুরুষগামিনী হবেন এবং যে-পুরুষ পতিব্রতা পত্নীকে ত্যাগ করে অন্য নারীর সঙ্গে সংসর্গ করবেন – তাঁদের ভ্রূণহত্যার পাপ হবে। শুধু তাই নয়, যে-নারী পতির আজ্ঞা পেয়েও ক্ষেত্রজ পুত্র উৎপাদন করতে অস্বীকার করবেন,তাঁরও সেই একই পাপ হবে।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *