শাল্ব (২)

সৌভনগরের (একটি বৃহত্ বিমানের ওপর নির্মিত নগর) রাজা। ইনি শিশুপালের বন্ধু ছিলেন। কৃষ্ণ শিশুপালকে বধ করেছেন জেনে কৃষ্ণের অবর্তমানে শাল্ব দ্বারকাপুরী আক্রমণ করেছিলেন। দ্বারকাপুরীকে প্রায় বিদ্ধস্ত করলেও শেষে কৃষ্ণপুত্র প্রদ্যুম্ন হাতে পরাজিত হয়ে শাল্ব পলায়ন করতে বাধ্য হন। কৃষ্ণ ফিরে এসে দ্বারকাপুরীর অবস্থা দেখে শাল্বকে আক্রমণ করেন। শাল্বের বিমাননগরী তখন সমুদ্রের ওপর আকাশে অবস্থান করছিল। সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ প্রথমে শাল্বের সৌভবিমান ও পরে শাল্বকে দ্বিখণ্ডিত করেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *