মণিমান

রাক্ষস। ইনি কুবেরের সখা ছিলেন। দ্রৌপদীর অনুরোধে ভীম যখন গন্ধমাদন পর্বতের উপরিভাগ থেকে রাক্ষসদের বিতাড়িত করতে যান,তখন ভীমের সঙ্গে যুদ্ধ করে মণিমান ও সেই সঙ্গে বহু রাক্ষসের মৃত্যু হয়। যুধিষ্ঠির ভীম কি করছেন দেখতে এসে এত হত্যা দেখে যখন চিন্তাকুল হলেন, তখন কুবের ওঁকে আস্বস্ত করলেন। যুধিষ্ঠিরকে তিনি বললেন যে, ওঁর সখা রাক্ষসপতি মণিমান এক সময়ে তপস্যারত অগস্ত্যের ওপরে দর্পবশে নিষ্ঠীবন ত্যাগ করায় অগস্ত্য অভিশাপ দিয়েছিলেন যে, মণিমান সসৈন্যে মানুষের হাতে নিহত হবে। সুতরাং এই রকম যে ঘটবে কুবের তা জানতেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *