পুরুবংশ

কৌরব ও পাণ্ডবরা এই বংশে জন্ম গ্রহণ করেন। নিচের তালিকাটি আদিপর্বের ৯৫ অধ্যায় অনুসারে। পত্নীদের নাম ( ) মধ্যে দেওয়া হয়েছে। এর সঙ্গে আদিপর্বের ৯৪ অধ্যায়ে যে সংক্ষিপ্ত তালিকাটির কিছু অমিল আছে। কশ্যপ (দক্ষকন্যা অদিতি) — বিবস্বান — মনু –ইলা — পুরূরবা (উর্বশী – অপ্সরা) — আয়ু — নহুষ — যযাতি (শর্মিষ্ঠা) — পুরু (কৌশল্যা) — জনমেজয় (মাধবী) — প্রচিম্বান্ (অশ্মকী – যদুবংশজাত) — সংযাতি (বরাঙ্গী – দৃষদ্বতের দুহিতা) — অহংযাতি (ভানুমতী – কৃতবীর্যের দুহিতা)– সার্বভৌম (সুনন্দা – কেকেয়রাজ দুহিতা) — জয়ত্সেন (সুশ্রবা – বিদর্ভরাজ দুহিতা) — অবাচীন (মর্যাদা – বিদর্ভদেশীয়) — অরিহ (অঙ্গরাজকন্যা) — মহাভৌম (সুযজ্ঞা) — অযুতনায়ী (কামা – পৃথুশ্রবার দুহিতা) — অক্রোধন (করম্ভা – কলিঙ্গদেশীয়) — দেবাতিথি (মর্যাদা – বিদেহদেশীয়) — অরিহ (সুদেবা) — ঋক্ষ (জ্বালা – তক্ষকের দুহিতা) — মতিনার (সরস্বতী – দেবী) — তংসু (কলিঙ্গা) — ঈলিন — দুäমন্ত (শকুন্তলা) — ভরত (সুনন্দা) — ভূমন্যু (বিহয়া) — সুহোত্র (সুবর্ণা – ইক্ষ্বাকুবংশীয়া) — হস্তী (যোশোধারা) — বিকুণ্ঠন (সুদেবা) — অজমীঢ় (ঋক্ষা) — ঋক্ষ — সংবরণ (তপতী – সূর্যদেবের কন্যা) — কুরু (শুভাঙ্গী – যদুবংশীয়) — বিধুরথ (সুপ্রিয়া) — অনশ্বা (অম্রিত) — পরীক্ষিত্ (সুযশা) — ভীমসেন (কুমারী) — প্রতীশ্রবা — প্রতীপ — শান্তনু (গঙ্গা – দেবী; সত্যবতী – ধীবরকন্যা)

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *