দল

ইক্ষাকুবংশীয় রাজা – পরীক্ষিৎ ও তাঁর পত্নী সুশোভনার দ্বিতীয় পুত্র। ওঁর ভ্রাতা শল বামদেবের নামে এক ব্রাহ্মণের কাছ থেকে দুটি অশ্ব নিয়ে তাদের ফেরৎ দিতে অস্বীকৃত হওয়ায় বামদেব রাক্ষসদের সাহায্য নিয়ে শলকে বধ করেন। শলের পরে দল সিংহাসনে বসলে বামদেব আবার তাঁর অশ্ব চাইতে এলেন। দল তাতে ক্রুদ্ধ হয়ে বামদেবকে বাণ মেরে বধ করতে গেলে বামদেবের শাপে সেই বাণ অন্য পথে গিয়ে তাঁর নিজের পুত্রকে নিহত করল। দল তখন বামদেবের কাছে নতি স্বীকার করে ওঁকে প্রসন্ন করলেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *