একজন মহর্ষি – ব্রহ্মার দক্ষিণ অঙ্গুলি থেকে ওঁর জন্ম হয়। ওঁর স্ত্রী জন্মান প্রজাপতির বাম অঙ্গুলি থেকে। দক্ষ পঞ্চাশটি কন্যার জনক ছিলেন। দশটি কন্যাকে ধর্ম্মের সঙ্গে, তেরোটি কন্যাকে কশ্যপের সঙ্গে এবং বাকি সাতাশটি কন্যাকে চন্দ্রের সঙ্গে বিবাহ দেন।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
বাংলায় বই বা লেখকের নাম লিখে সার্চ করুন :
Leave a Reply