তুর্বসু

ভরত বংশের রাজা যযাতি ও তাঁর স্ত্রী দেবযানীর (অসুরদের গুরু শুক্রের দুহিতা) পুত্র। শাপগ্রস্থ যযাতির জরা তুর্বসু নিতে সন্মত না হওয়ায়, যযাদি তুর্বসুকে অভিশাপ দেন যে, উনি নির্বংশ হবেন এবং রাক্ষস চণ্ডাল ও পাপিষ্ঠদের রাজা হবেন। তুর্বসুর থেকেই যবন বংশের সৃষ্টি হয়।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *