জটাসুর

রাক্ষস। উনি ব্রাহ্মণের ছদ্মবেশে পাণ্ডবদের বনবাসের সময়ে ওঁদের সঙ্গে কিছুদিন ছিলেন। একদিন সুযোগ বুঝে জটাসুর নিজের স্বরূপ ধারণ করে পাণ্ডবদের যাবতীয় অস্ত্রসহ দ্রৌপদী নকুল সহদেব ও যুধিষ্ঠিরকে হরণ করার চেষ্টা করলেন। কিন্তু বেশি দূর যেতে পারলেন না। ভীম ওঁর পথ রোধ করে বাহুযুদ্ধে ওঁকে বধ করলেন।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *