কৌরব-ভ্রাতাগণ

জ্যেষ্ঠানুসারে এঁরা হলেন – দুর্যোধন,যুযুত্সু (শূদ্রাদাসীর গর্ভজাত), দুঃশাসন, দুঃসহ, দুঃশল, জলসন্ধ, সম, সহ, বিন্দ, অনুবিন্দ দুর্ধর্ষ, সুবাহু, দুধর্ষণ, দুষ্প্রর্মর্ষণ, দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, বিবিংশত, বিকর্ণ, শল, সত্ব, সুলোচন, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, চারুচিত্র, শরসন, দুর্মদ, দুর্বিগাহ, বিবৎসু, বিকটানন, উর্ণনাভ, সুনাভ, নন্দ, উপনন্দক, চিত্রবান, চিত্রবর্মা, সুবর্মা, দুর্বিমোচন, আয়োবাহু, মহাবাহু, চিত্রাঙ্গ, চিত্রকুণ্ডল, ভীমবেগ, ভীমবল, বলাকী, বলবর্ধন, উগ্রায়ুধ, সুষেণ, কুণ্ডাধার, মহোদর, চিত্রায়ুধ, নিষঙ্গী, পাশী, বৃদারক, দৃঢ়বর্মা, দৃঢ়ক্ষেত্র, সোমকীর্তি, অনুদর, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, জরাসন্ধ, সদ, সুবাক, উগ্রশ্রবা, উগ্রসেন, দুষ্পরাজয়, অপরাজিত, কুণ্ডশায়ী, বিশালাক্ষ, দুরাধর, দৃঢ়হস্ত, সুহস্ত, বাতবেগ, সুবর্চ্চা, অদ্দিত্যকেতু, বহবাশী, নাগদত্ত, অগ্রযায়ী, কবচী, ক্রথন, কুণ্ডী, ধনুর্ধর, উগ্র, ভীমরথ, বীরবাহু, অলোলুপ, অভয়, অনাবৃষ্য, কুণ্ডভেদী, বিরাবী, চিত্রকুণ্ডল, প্রমথ, প্রমাথী, দীর্ঘরোমা, দীর্ঘবাহু, ব্যূঢ়ারু, কনকদ্ধজ, কুণ্ডাশী ও বিরজা।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *