হৈহয়রাজ। ওঁর সহস্র বাহু ছিল। কার্তবীর্য জমদগ্নির আশ্রমে গিয়ে একবার হোমধেনুর বৎস হরণ করেছিলেন। জমদগ্নির পুত্র পরশুরাম ফিরে এসে সব কিছু শুনে কার্তবীর্যের সহস্র বাহু ছেদন করে তাঁকে বধ করেন। কার্তবীর্যের পুত্ররা তার প্রতিশোধ নেন জমদগ্নিকে বধ করে।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
বাংলায় বই বা লেখকের নাম লিখে সার্চ করুন :
Leave a Reply