আয়োদ ধৌম্যর এক শিষ্য যিনি গুরুর আদেশে গোধনের রক্ষণাবেক্ষণ করতেন। খাওয়ার ব্যাপারে গুরুর নানান নিষেধাজ্ঞা থাকায় উপমন্যু একদিন ক্ষুধার্ত হয়ে আকন্দপাতা খেয়ে অন্ধ হয়ে গিয়েছিলেন। পরে গুরুর নির্দেশে দেববৈদ্য অশ্বিনীকুমারদ্বয়ের স্তব করে উনি আবার দৃষ্টি ফিরে পান।
পূর্ববর্তী:
« উপপ্লব্য
« উপপ্লব্য
পরবর্তী:
উপরিচর বসু »
উপরিচর বসু »
Leave a Reply