ইক্ষাকু-বংশ

রাজা ইক্ষাকু এই বংশের প্রতিষ্ঠা করেন। এঁরা অযোধ্যার রাজা ছিলেন। ইক্ষাকুর পরে যথাক্রমে, শশাদ ককুত্স্থ অনেষ পৃথু বিষবগশ্ব অদ্রি যুবনাশ্ব শ্রাব শ্রাবস্তক ও বৃহদশ্ব অযোধ্যার রাজা হন। ইক্ষাকুর জ্যেষ্ঠ পুত্র ছিলেন বিংশ। বিংশের বংশে পুরুষানুক্রমে, বিবংশ খলীনেত্র সুবর্চা (অন্য নাম করন্ধম) অবিক্ষিত ও মরুত্ত জন্মান। ইক্ষাকুর দশম পুত্র (পত্নী মাহিäমতীর গর্ভজাত) দশাশ্ব ছিলেন মাহিäমতী রাজ্যের রাজা। দশাশ্বের বংশে পুরুষানুক্রমে, মদিরাশ্ব দ্যুতিমান সুবীর সুদুর্জয় ও দুর্যোধন জন্মান।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *