আখের ফল

শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালবাসে, তাই সে রোজ আখ ক্ষেতে যায়। একদিন সে আখের ক্ষেতে ঢুকে একটি ভিমরুলের চাক দেখতে পেল। ভিমরুলের চাক সে আগে কখনো দেখেনি, সে মনে করল ওটা বুঝি আখের ফল।

শিয়াল কিনা পণ্ডিত মানুষ, তাই সে আখকে বলে ‘ইক্ষু’, ক্ষেতকে বলে ‘ক্ষেত্র’, লাঠিকে বলে ‘দণ্ড’,।

ভিমরুলের চাক দেখে সে বললে, ‘আহা ইক্ষুর কি চমৎকার ফল! খেতে না জানি কতই মিষ্টি হবে?’ এই মনে করে যেই সে ভিমরুলের চাক খেতে গিয়েছে, অমনি সব ভিমরুল বেরিয়ে কি-মজাটাই তাকে দেখাতে লাগল! শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে, আর বলে, ‘ইক্ষুর ক্ষেত্রে আর যাব না!’

খানিক বাদে ভিমরুলগুলো তাকে ছেড়ে গেল। তখন সে ভাবলে, ‘ক্ষেত্রে তো রোজই যাই, তাতে কিছু হয় না। ফল খেতে গিয়েই আমার বিপদ হল। তবে আর ক্ষেত্রে যাব না কেন? ফল না খেলেই হল।’ এই ভেবে সে বলতে লাগল, ‘যদি ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষুর ফল আর না খাব!’ দুদিন সে খালি এ কথাই বলে।

তারপর যখন বেদনা একটু কমে এল, তখন সে ভাবলে, ‘ঐ ফলটার ভিতর পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আগে যদি ফলটাতে নাড়া দিতুম তবে পোকাগুলি বেরিয়ে যেত। তারপর ফল খেতে কোনো কষ্ট হত না! আহা, সে ফল খেতে না জানি কতই মিষ্টি। তবে আর ফল খাব না কেন? খাবার আগে পোকা তাড়িয়ে দিলেই হবে।’ এই ভেবে সে বলতে লাগল, ‘যদি ইক্ষুর ফল খাব, আগে দণ্ড দিয়ে নাড়া দিব!’ বলতে-বলতে আখের ক্ষেতে গিয়ে সে তো লাঠি দিয়ে নাড়া দিয়েছে। অমনি আর যাবে কোথায়! ভিমরুলের দল এসে তাকে কামড়িয়ে আধমরা করে তবে ছাড়ল। সেই থেকে সে আর ইক্ষুর ফল খেত না।

8 Comments
Collapse Comments

sir
i am atik i liveing in uae. i am looking for B A note book for exam. i want to attend exam 2008 so how i wll get my not. 1,english .2,bangla.thats ok thank you so very much

Want to go through the Chandi Path written by Bani Kumar, can it be send to my mail ID. I shall be highly grateful if you can send.
Regards
Arnab

Aakar eekar ulto jaegaey kaeno?

ei galpo gulor sathe chhobi thakle baro bhalo hoto…ki rakom jano incomplete lage…chhotobelar garomer chhuitir kotha mone pore jachhe…

amar golpo porte khub valo lage …………….eigolpo tau …………. khub ektavalo na holeu…………………porte valo laglo…………

ভালো লাগল। আরো চাই।

Moral ki kichui bujhlam na xd shudhu ekta drishyo mone holo eddur e

admin (Administrator) December 4, 2008 at 10:04 pm

@ R R C.
যদি উইন্ডোস ভিস্তার পূর্ববর্তী ভার্সন ব্যবহার করেন তবে আপনার কম্পিউটারে ইউনিকোড বাংলার সেটিংস্‌টা ঠিক করতে হবে।
এখানে দেখে নিতে পারেনঃ http://www.evergreenbangla.com/bangla-settings/

ইনস্টল করার সিডি না থাকলে IComplex 2.0.0 ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। আমাদের ডাউনলোড সেকশনে লিঙ্ক দেয়া আছেঃ http://download.evergreenbangla.com/

আর SolaimanLipi বাংলা ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করে নিলে রেগুলার বাংলা ফন্টে আমাদের সবগুলো পাতা দেখতে পারবেন।

ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *