ঋগ্বেদ ০৯।০৪৩

ঋগ্বেদ ০৯।০৪৩
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৪৩
সোম দেবতা। মেধাতিথি ঋষি।

১। যে সোম অশ্বের ন্যায় দেবগণের মত্ততার জন্য গব্যদ্বারা মিশ্রিত হন, যিনি কমনীয়, সেই সোমকে স্তুতিদ্বারা প্রসন্ন করি।

২। সমস্ত রক্ষাভিলাষী স্তুতি সকল পূর্ব কালের ন্যায় এই সোমকে ইন্দ্রের পানাৰ্থ দীপ্ত করিতেছে।

৩। কমনীয় সোম বিপ্র মেধাতিথির জন্য শোধনকালে স্তুতিদ্বারা অলঙ্কৃত হইয়া কলসের প্রতি ধাবমান হইতেছেন।

৪। হে শোধনকালীন ইন্দু! আমাদিগকে উত্তম দীপ্তিযুক্ত ও বহু শ্রীযুক্ত ধন প্রদান কর।

৫। যুদ্ধগামী অশ্বের ন্যায় সোম পবিত্রে শব্দ করিতেছেন, যখন দেবাভিলাষী হয়েন, তখন শব্দ করেন।

৬। হে সোম! আমাদের অন্ন দানার্থ এবং স্তোতা মেধাবী বর্ধনার্থ ক্ষরিত হও, হে সোম! সুন্দর বীর্যযুক্ত পুত্রও দান কর।