ঋগ্বেদ ০৯।০৪২

ঋগ্বেদ ০৯।০৪২
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৪২
সোম দেবতা। মেধাতিথি ঋষি।

১। এই হরিৎবর্ণ সোম দ্যুলোক সম্বন্ধীয় জ্যোতি এবং অন্তরিক্ষে সূৰ্য্যকে উৎপন্ন করতঃ অধোগামী জলসমূহে আবৃত হইয়া গমন করিতেছেন।

২। এই সোম পুরাতন স্তোত্রযুক্ত ও বিশদ হইয়া দেবগণের অভিমুখে ধারাক্রমে গমন করিতেছেন।

৩। বর্ধমান অন্ন শীঘ্র লাভের জন্য অপরিমিত বলবিশিষ্ট সোম সকল পরিপূর্ণ হইতেছেন।

৪। পুরাণ রসবিশিষ্ট সোম পবিত্রে সিক্ত হইতেছেন, এবং শব্দ করতঃ দেবগণকে উৎপাদন করিতেছেন।

৫। এই সোম অভিষবকালে সমস্ত বরণীয় ধন ও যজ্ঞবৰ্ধক দেবগণের অভিমুখে গমন করে।

৬। হে সোম! তুমি অভিযুত হইয়া আমাদিগকে গোযুক্ত, অশ্বযুক্ত, বীরযুক্ত, সংগ্রামযুক্ত ধন এবং প্রভূত অন্ন প্রদান কর।