ঋগ্বেদ ০৯।০৩৫

ঋগ্বেদ ০৯।০৩৫
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৩৫
সোম দেবতা। অঙ্গিরার পুত্র প্রভূবসু ঋষি।

১। হে শোধনকালীন সোম! তুমি ধারাপ্রবাহে ক্ষরিত হও, বিস্তীর্ণ ধন এবং দ্যুতিমান্ যজ্ঞ আমাদিগকে প্রদান কর।

২। হে সোম! হে জলপ্রেরক! হে শত্রুগণের কম্পোৎপাদক! তুমি আপন বলে আমাদের ধনের ধারক হও।

৩। হে বীর সোম! তোমার বলে আমরা সংগ্ৰামাভিলাষী শত্রুগণকে অভিভব করিব। আমাদের অভিমুখে বরণীয় ধন প্রেরণ কর।

৪। যজমানদিগের সহিত মিলিত হইতে ইচ্ছা করতঃ অন্নদাতা, সর্বদশী, কর্মজ্ঞ ও আয়ুধজ্ঞ সোম অন্ন প্রেরণ করেন।

৫। সেই সোমকে স্তুতিবাক্যদ্বারা স্তব করিতেছি, স্তুতির প্রেরক পবিত্র সোমকে বাসিত করিব। এই সোম গোসমূহের পালক।

৬। সকল মনুষ্য কর্মপতি, পবিত্র, প্রভূত ধনবিশিষ্ট সোমের ব্রতে মন ধারণ করিতেছেন।