ঋগ্বেদ ০৯।০৩৪

ঋগ্বেদ ০৯।০৩৪
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৩৪
সোম দেবতা। মিত্র ঋষি।

১। অভিযুত সোম প্রেরিত হইয়া ধারাপ্রবাহের পবিত্রে গমন করিতেছেন এবং দৃঢ় শত্ৰুপুরী সকলকেও বিশ্লথ করিতেছেন।

২। অভিযুত সোম সকল ইন্দ্র, বায়ু, বরুণ, মরুৎগণ ও বিষ্ণুর অভিমুখে গমন করিতেছেন।

৩। রসের সেক্তা নিয়ত সোমকে বর্ষণ কর, প্রস্তরদ্বারা অভিষব করিতেছে, কৰ্ম্মবলে সোমরস হইতে দুগ্ধ দোহন করিতেছ।

৪। ত্রিত ঋষির মদকর সোম তাহার নিজের জন্য শুদ্ধ হইয়াছে, সেই সোম আপন রূপ প্রাপ্ত হইয়াছেন।

৫। পৃশ্নির পুত্র মরুৎগণ যজ্ঞাশ্রয়, প্রিয়তম, মনোহর, সোমসাধন সোমকে দোহন করিতেছেন।

৬। অকুটিল বাক্য সকল উচ্চারিত হইয়া ইহার সহিত মিশ্রিত হইতেছে। সোমও শব্দ করতঃ প্রীতিকর স্তুতি কামনা করিতেছেন।