ঋগ্বেদ ০৯।০২৫

ঋগ্বেদ ০৯।০২৫
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ২৫
পবমান সোম দেবতা। অগস্ত্যের পুত্র দৃঢ়চ্যুত ঋষি।

১। হে হরিৎবর্ণ সোম! তুমি মদকর, তুমি দেবগণের, মরুৎগণের ও বায়ুর পানাৰ্থ ক্ষরিত হও।

২। হে শোধনকালীন সোম! আমাদের কর্মদ্বারা ধৃত হইয়া শব্দ করতঃ স্বস্থানে প্রবেশ কর, কর্মদ্বারা বায়ুতে প্রবেশ কর।

৩। এই সোম আপন স্থানে অধিষ্ঠিত, অভিলাষপ্রদ, কবি, প্রিয়, বৃত্রহা এবং অত্যন্ত দেবাভিলাষী হইয়া শোভিত হইতেছেন।

৪। শোধিত কমনীয় সোম সমস্তরূপ মধ্যে প্রবেশ করতঃ যে স্থলে অমৃতগণ বাস করে সেই স্থানে গমন করিতেছে।

৫। শোভমান সোম শব্দ উৎপাদন করতঃ ক্ষরিত হইতেছেন, নিকটবর্তী ইন্দ্রের নিকট গমন করিয়া প্রজ্ঞাবিশিষ্ট হইতেছে।

৬। হে সর্বাপেক্ষা মদপ্রদ কবি সোম! তুমি অর্চনীয় ইন্দ্রের স্থান প্রাপ্ত হইবার জন্য পবিত্র অতিক্রম করিয়া ধারাক্রমে প্রবাহিত হও।