ঋগ্বেদ ০৯।০১৯

ঋগ্বেদ ০৯।০১৯
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১৯
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।

১। যে কিছু স্তুতিযোগ্য, পার্থিব ও স্বর্গীয় বিচিত্র ধন আছে, তুমি শোধিত হইবার সময় আমাদের জন্য তাহা আনয়ন কর।

২। হে সোম! তুমি ও ইন্দ্র সকলের স্বামী, গোসমূহের পালক ও ঈশ্বর হইয়াছ। তোমরা আমাদের কর্ম বর্ধিত কর।

৩। অভিলাষপ্রদ সোম শোধিত হইয়া মনুষ্যগণের মধ্যে শব্দ করত কুশোপরি হরিৎবর্ণ আপনার স্থানে উপবেশন করিতেছেন।

৪। পুত্রস্থানীয় সোমের মাতৃস্থানীয় বসতীরবী প্রভৃতি সোমকর্তৃক পীত হইয়া অভিলাষপ্রদ সোমের সারবত্তার কামনা করিতেছে।

৫। মিশ্রিত হইবার সময় সোম অভিলাষিণী বসতীরবী প্রভৃতিগণের গর্ভ উৎপাদন করেন, এই জল সকল হইতে দীপ্ত দুগ্ধ দোহন করেন।

৬। হে পবমান সোম! যাহারা দূরে অবস্থিত রহিয়াছে, তাহাদিগকে সমীপবর্তী কর, শত্রুগণের ভয় উৎপাদন কর, তাহাদের ধন অবগত হও।

৭। হে সোম! তুমি দূরেই থাক, বা নিকটেই থাক, শত্রুর বর্ষণকর বল বিনাশ কর, তাহাদের অন্ন বিনাশ কর, তাহাদের শোষক তেজ বিনাশ কর।