ঋগ্বেদ ০৯।০০৭

ঋগ্বেদ ০৯।০০৭
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৭
পবমান সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।

১। সুন্দর শ্রীবিশিষ্ট সোমের সম্বন্ধবিৎ সোমসমুহ যজ্ঞে সত্য পথে সৃষ্ট হইতেছেন।

২। সোম হব্যের মধ্যে স্তুতিযোগ্য হব্য, তিনি মহৎ জলে বিগাহন করিতেছেন। সেই সোমের শ্রেষ্ঠ ধারাসমূহ পতিত হইতেছে।

৩। অভীষ্টবর্ষী, সত্যভূত, হিংসাবর্জিত, প্রধান সোম যজ্ঞগৃহাভিমুখে জলযুক্ত শব্দ করিতেছেন।

৪। কবি সোম ধন গ্রহণ করতঃ যখন স্তোত্র অবগত হন, তখন স্বর্গে বলবান্ ইন্দ্ৰ বল প্রকাশ করেন।

৫। যখন কর্মকর্তাগণ এই সোম প্রেরণ করেন, তখন পবমান সোম রাজার ন্যায় যজ্ঞবিঘ্নকারী মনুষ্যগণের অভিমুখে গমন করে।

৬। হরিদ্বর্ণ প্রিয় সোম জল সম্পৃক্ত ইয়া মেষলোমোপরি উপবেশন করেন এবং শব্দ করতঃ স্তুতি সেবা করেন।

৭। যে এই সোমের কর্মে প্রীত হয়, সে মদমত্ত বায়ু, ইন্দ্র ও অশ্বিদ্বয়কে প্রাপ্ত হয়।

৮। যাহাদের সোমের তরঙ্গ মিত্র ও বরুণ ও ভগদেবের অভিমুখে ক্ষরিত হয়, তাহারা এই সোমকে বিদিত হইয়া সুখ লাভ করে।

৯। হে দ্যাবাপৃথিবী! তোমরা মদকর সোমরূপ অন্ন লাভার্থে আমাদিগকে ধন, অন্ন ও বসু দান কর।