ঋগ্বেদ ০৯।০০২

ঋগ্বেদ ০৯।০০২
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ২
পবমান সোম দেবতা। মেধাতিথি ঋষি।

১। হে সোম! তুমি দেবাভিলাষী হইয়া বেগে পবিত্রভাবে ক্ষরিত হও, হে অভীষ্টবর্ষী ইন্দ্র! তুমি সোম মধ্যে প্রবেশ কর ।

২। হে সোম! তুমি মহান, অভীষ্টবর্ষী, অত্যন্ত যশস্বী এবং ধারক, তুমি পানীয় প্রেরণ কর, স্বস্থানে উপবেশন কর।

৩। অভিযুত, অভিলষিতপ্রদ সোমের ধারা প্রিয় মধু দোহন করে, সুকৰ্ম্মা সোম জল আচ্ছাদন করে।

৪। যখন তুমি গব্যের দ্বারা আচ্ছাদিত হও তখন হে মহান্ সোম! তোমার অভিমুখে ক্ষরণশীল মহৎ জল গমন করে।

৫। সোম হইতে রস উৎপন্ন হয়, তিনি স্বর্ণ ধারণ করেন, তিনি জগৎ স্তম্ভিত করেন, তিনি আমাদের কামনা করেন এবং জল মধ্যে সংস্কৃত হন।

৬। অভীষ্টবর্ষী, হরিতবর্ণ, মহান্ এবং মিত্রের ন্যায় দর্শনীয় সোম শব্দ করেন এবং সূৰ্যের সহিত প্রদীপ্ত হন।

৭। হে ইন্দু! মত্ততার জন্য তুমি যাহার দ্বারা অলঙ্কৃত হও, সেই কর্মেচ্ছাসম্বন্ধীয় স্তুতি তোমার বলপ্রভাবে সংশোধিত হয়।

৮। তোমার প্রশংসা মহতী, তুমি শত্রুঘর্ষণশীল যজমানের জন্য উত্তম লোক সৃষ্টি করিয়া থাক, আমরা তোমার নিকট মত্ততা যাচ্ঞা করি।

৯। হে ইন্দু! তুমি ইন্দ্রাভিলাষী হইয়া বর্ষণশীল মেঘের ন্যায় মধুধারাতে আমাদের অভিমুখে ক্ষরিত হও।

১০। হে ইন্দু! তুমি যজ্ঞের পুরাতন আত্মা, তুমি গো, পুত্র, অশ্ব ও অন্ন দান কর।