ঋগ্বেদ ০৭।০৫৫

ঋগ্বেদ ০৭।০৫৫
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল সূক্ত ০৫৫

বাস্তোষ্পতি ও ইন্দ্র দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। হে বাস্তোষ্পতে! তুমি রোগনাশক। তুমি সৰ্ব্ব প্রকার রূপ মধ্যে প্রবেশ করিয়া আমাদের সখা ও সুখকর হও।

২। হে শ্বেতবর্ণ ও কোন কোন অংশে পিশঙ্গবর্ণ সরমাপুত্র! তুমি যখন দম্ভ প্রকাশ কর তাহা আমার নিকট আহারের সময় সৃক্কণী প্রদেশে আয়ুধের ন্যায় বিশেষ রূপে শোভা পায়। তুমি সুখে নিদ্রা যাও।

৩। হে সারমেয়! তুমি যে স্থান হইতে গমন কর, পুনরায় সেই স্থানে আগমন কর। তুমি চোর ও ডাকাতের প্রতি গমন কর। ইন্দ্রের স্তোতাগণের নিকট কেন যাও! আমাদিগকে কেন বাধা দাও? সুখে নিদ্রা যাও।

৪। তুমি শূকরকে বিদারণ কর, শূকরও তোমায় বিদারণ করুক। ইন্দ্রের স্তোতাগণের নিকট কেন যাও? কেন আমাদিগকে বাধা দেও? সুখে নিদ্রা যাও।

৫। তোমার মাতা নিদ্রা যান, তোমার পিতা নিদ্রা যান। কুকুর নিদ্রা যাউক, গৃহস্বামী নিদ্রা যাউক, বন্ধুগণ নিদ্রা যাউক। চতুর্দিকবৰ্ত্তী এই জনগণও নিদ্রা যাউক।

৬। যে ব্যক্তি এই স্থানে আছে, যে বিচরণ করিতেছে, যে আমাদিগকে দেখিতেছে, তাহাদের চক্ষু সকল বিনাশ করিব। এই হর্ম্য যেরূপ তাহারাও সেইরূপ হইবে।

৭। যে সহস্রশৃঙ্গ বৃষভ সমুদ্র হইতে উদগত হইল(১) সেই অভিভবকারীর সাহায্যে আমরা জনগণকে নিদ্রিত করিব।

৮। যে স্ত্রীগণ প্রাঙ্গণে শয়ন করিয়া আছে, যাহারা বাহনে শয়ন করিয়া আছে, যাহারা তল্পে শয়ন করিয়া আছে, যাহারা পুণ্যগন্ধা, তাহাদের সকলকে নিদ্রিত করিব।

——–

(১) সমুদ্র হইতে উদগত সহস্র শৃঙ্গযুক্ত বৃষভ কি? সহস্ররশ্মি চন্দ্র বা সূর্য্য হইতে পারে।