ঋগ্বেদ ০৭।০০৯

ঋগ্বেদ ০৭।০০৯
ঋগ্বেদ সংহিতা ।। ৭ম মণ্ডল  সূক্ত ০০

অগ্নি দেবতা। বসিষ্ঠ ঋষি।

১। অগ্নি জারস্বরূপ, হোতাস্বরূপ, মদয়িতা, কবিতম ও পাবক; তিনি ঊষার মধ্যে প্ৰবুদ্ধ হইয়াছেন; তিনি উভয় প্রকার জীবকে (১) প্ৰজ্ঞা দান করেন, দেবগণকে হব্য দান করেন এবং সুকৃতকারিগণকে ধন দান করেন ।

২। যিনি পণিগণের দ্বার বিবৃত করিয়াছেন, সেই অগ্নি সুকর্মা। তিনি আমাদিগের জন্য

বহুক্ষীরবিশিষ্ট ও অৰ্চনীয় গাভীসমূহ হরণ করেন। তিনি হোতা, মাদয়িতা ও দানমনা।

অগ্নি রাত্রি সমূহের ও জনগণের তমঃ বিদূরিত করতঃ দৃষ্ট হন।

৩। অমূঢ়, কবি, অদীন, দীপ্তিমান, শোভন গৃহবিশিষ্ট, মিত্র, অতিথি এবং আমাদের মঙ্গলকর অগ্নি, বিশিষ্ট দীপ্তিযুক্ত হইয়া ঊষামুখে শোভা পান এবং জলের গর্ভরূপে জাত হইয়া ওষধিসমূহে প্ৰবেশ করেন।

৪। হে অগ্নি! তুমি মনুষ্যের যজ্ঞ কালে স্তুতিযোগ্য। জাতবেদা যুদ্ধে সঙ্গত হইয়া দীপ্তি পান, দর্শণীয় তেজোদ্বারা শোভা পান। স্তুতিসমূহ সমিদ্ধ অগ্নিকে প্ৰতিবোধিত করে।

৫। হে অগ্নি! তুমি দেবগণের অভিমুখে দৌত্যকাৰ্য্যে গমন কর। স্তুতিকারীদিগকে দলের সহিত হিংসা করিও না। আমাদিগকে রত্ন দান করিবার জন্য তুমি সরস্বতী, মরুৎগণ, অশ্বিদ্বয়, জল, প্রভৃতি সমস্ত দেবগণের যাগ কর।

৬। হে অগ্নি! বসিষ্ঠ তোমাকে সমিদ্ধ করিতেছে; তুমি পরুষভাষীকে বধ কর, ধনবানের জন্য বহুধী দেবগণকে যাগ কর। হে জাতদেবা! বহুস্তোত্রদ্বারা স্তুতি কর; তোমরা সর্বদা আমাদিগকে স্বস্তিম্বারা পালন কর।

—————–

(১) দ্বিপদ ও চতুষ্পদ অথবা দেবতা ও মনুষ্য। সায়ণ।