ঋগ্বেদ ০৬।৫৩

ঋগ্বেদ ০৬। ৫৩
ঋগ্বেদ সংহিতা । ৬ষ্ঠ মণ্ডল । সূক্ত ৫৩
পূষা দেবতা। ভরদ্বাজ ঋষি।

১। হে মার্গপতি পূষা! আমরা কম্মানুষ্ঠান ও অন্নলাভের নিমিত্ত রণস্থলে রথের ন্যায় তোমাকে আমাদিগের অভিমুখবর্তী করিতেছি।

২। হে পূষা! তুমি আমাদিগের নিকট মানবহিতকারী, ধনদান বিষয়ে বিমুক্তহস্ত ও বিশুদ্ধ দানযুক্ত একটী গৃহস্থ প্রেরণ কর।

৩। হে দীপ্তিসম্পন্ন পৃষ! তুমি আদানশীল ব্যক্তিকে দানার্থ উত্তেজিত কর এবং কৃপণের হৃদয় কোমল কর।

৪। হে প্রচণ্ড বলশালী পূষা! তুমি অন্নলাভের নিমিত্ত পথ সকল পরিষ্কৃত কর। বিঘ্নকারী তস্করদিগকে সংহার কর এবং আমাদিগের অনুষ্ঠান সকল সফল কর।

৫। হে জ্ঞানসম্পন্ন পূষা! তুমি সুক্ষ লোহাগ্ৰ দণ্ড (১) দ্বারা লুদ্ধগণের হৃদয় বিদ্ধ কর এবং তাহাদিগকে আমাদিগের বশে আনয়ন কর।

৬। হে পূষা! তুমি প্রতোদদ্বারা লুব্ধ ব্যক্তির হৃদয় বিদীর্ণ কর। তাহার চিত্তে সদাশয়তা উৎপাদন কর এবং তাহাকে আমার বশে আনয়ন কর্ম।

৭। হে জ্ঞানশালী পূষা! তুমি লুব্ধ ব্যক্তিগণের চিন্ত রেখাঙ্কিত কর। হৃদগত কাঠিন্য সম্যকরূপে শিথিল কর এবং তাহাদিগকে আমাদিগের বশে আনয়ন কর।

৮। হে দীপ্তিসম্পন্ন পূষা! তুনি অন্নপ্রেরক প্রতোদ ধারণ কর, তদ্দ্বারা সমস্ত লুব্ধ ব্যক্তির হৃদয় রেখাঙ্কিত কর এবং তদ্গত কাঠিন্য সম্যক প্রকারে শিথিল কর।

৯। হে দীপ্তিশালী পূষা! তুমি যে অস্ত্রদ্বারা ধেনুবৃন্দ ও পশুগণকে পরিচালিত কর, আমরা ত্বদীয় সেই অস্ত্রের নিকট উপকার প্রার্থনা করি।

১০। হে পূষা! তুমি আমাদিগের উপভোগার্থ অস্মদীয় যাগকার্য্যকে গো, অশ্ব, অন্ন ও পরিচারকবর্গের উৎপাদক কর।

—————
(১) মূলে “আরয়া” আছে। “সূক্ষ্ণলোহাগ্রো দণ্ডঃ প্রতোদঃ।“ সায়ণ। “Goad.”– Wilson.