বিষাদগীতিকা ২

জানি, তোমার হৃদয় শুধু উগরে তোলে
জীর্ণ প্রেম, পরিত্যাগে পচে- ওঠা,
আজ ও সেথায় কামারশালের চুল্লি জ্বলে,
এবং রয় লুকিয়ে তোমার বুকের তলে
মহাপাপীর অহমিকার ছিটেফোটা ।
কিন্তু, শোনো, স্বপ্নে তোমার যতক্ষণে
না দেয় ধরা বিকট আভা নরকের,
এবং ডুবে অন্তহীন দু:স্বপনে
না চাও বিষ, তীক্ষ্ণ ফলা মনে- মনে
বারুদ, ছোরা, কিংবা ছোয়া মড়কের,
না পাও ভয় দরজাটুকু খুলতে হলে,
কারো নিখিল অমঙ্গলের পাঠোদ্ধার,
কেপে ওঠো, ঘন্টা পাছে বাজে বলে –
জানলে না, কোন অপ্রতিরোধ অন্ধ বলে
আকড়ে ধরে কঠিন মুঠি বিতৃষ্ণার ;
রানী, দাসী, সভয় তোমার ভালোবাসায়
তা না হলে ফুটবে না এই উচ্চারণ
অস্বাস্থ্যকর আতঙ্কিত কালো নিশায়
আমার প্রতি পূর্ণ প্রানের বিবমিষায় –
‘রাজা ! আমি তোমার সমকক্ষ এখন !’

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *