০৮৮. শ্রীরামচন্দ্রের দুর্গোৎসব

চণ্ডীপাঠ করি রাম করিলা উৎসব।
গীত নাট্ট করে জয় দেয় কপি সব।।
প্রেমানন্দে নাচে আর দেবীগুণ গায়।
চণ্ডীর অর্চ্চনে দিবাকর অস্ত যায়।।
সায়াহ্ন-কালেতে রাম করিলা বোধন।
আমন্ত্রণ অভরায় বিল্বাদি-বাসন।।
আপনি গড়িয়া রাম মূরতি মৃন্ময়ী।
হইতে সংগ্রামে দুষ্ট রাবণ বিজয়ী।।
আচারেতে আরতি করিলা অধিবাস।
বান্ধিলা পত্রিকা নব বৃক্ষের বিলাস।।
এইরূপে উদ্যোগ করিলা দ্রব্য যত।
পদ্ধতি প্রমাণে আছে নিয়ম যেমত।।
অসাধ্য সুসাধ্য তাহে নাহি অনুমান।
ত্রিভুবন ভ্রমিয়া আনিল হনুমান।।
গত হৈল ষষ্ঠী-নিশা দিবা সুপ্রভাত।
উদয় হইল পূর্ব্বে দিবসের নাথ।।
স্নান করি আসি প্রভু পূজা আরম্ভিলা।
বেদ-বিধি মতে পূজা সমাপ্ত করিলা।।
শুদ্ধসত্ত্বভাবে পূজা সাত্ত্বিকী আখ্যান।
গীতনাট্ট চণ্ডীপাঠে দিবা অবসান।।
সপ্তমী হইল সাঙ্গ অষ্টমী আইল।
পুনর্ব্বার রামচন্দ্র অর্চ্চনা করিল।।
নিশাকালে সন্ধিপূজা কৈলা রঘুনাথ।
নৃত্যগীতে বিভাবরী হইল প্রভাত।।
নবমীতে পূজে রাম দেবীর চরণে।
নৃত্যগীতে নানা মতে নিশি জাগরণে।।