০৫. কৌষিকী বন্দনা

কৌষিকি কালিকে : চণ্ডিকে অম্বিকে : প্রসীদ নগনন্দিনী।
চণ্ডবিনাশিনি : মুণ্ডনিপাতিনি : শুম্ভনিশুম্ভঘাতিনি।।
মহিষমর্দ্দিনি : দুর্গবিঘাতিনি : রক্তবীজনিকৃন্তনি।
দিনমুখরবি : কোকনদচ্ছবি : অতুল পদ দুখানি।।
রতননূপুর : বাজায়ে মধুর : ভ্রমর ঝঙ্কার মানি।।
হেমকরিকর : উরু মনোহর : রতনকদলীকায়।
কটি ক্ষীণতর : নাভি সরোবর : অমূল্য অম্বর তায়।।
কমলকোরক : কদম্বনিন্দক : করিসুতকুম্ভ উচ।
কাঁচলিরঞ্জিত : অতি সুশোভিত : অমৃতপুরিত কুচ।।
সুবলিত ভুজ : সহিত অম্বুজ : কনকমৃণাল রাজে।
নানা আভরণ : অতি সুশোভন : কনক কঙ্কণ বাজে।।
কোটি শশধর : বদন সুন্দর : ঈষৎ মধুর হাস।
সিন্দূরমার্জ্জিত : মুকুতারঞ্জিত : দশনপাঁতি প্রকাশ।।
সিন্দূর চন্দন : ভালে সুশোভন : রবি শশী এক ঠাঁই।
কেবা আছে সমা : কি দিব উপমা : ত্রিভুবনে কেহ নাই।।
শিরে জটাজুট : রতন মুকুট : অর্দ্ধশশী ভালে শোভে।
মালতীমালায় : বিজলী খেলায় : ভ্রমর ভ্রময়ে লোভে।।
কহি যোড়করে : উরহ আসরে : ভারতে করহ দয়া।
কৃষ্ণচন্দ্র রায়ে : রাখ রাঙ্গাপায়ে : অভয় দেহ অভয়া।।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *