০৩. সূর্য্য বন্দনা

ভাস্করায় নমঃ : হর মোর তমঃ : দয়া কর দিবাকর।
চারি বেদ কয় : ব্রহ্মতেজোময় : তুমি দেব পরাৎপর।।
দিনকর চাহ দীনে।
তোমার মহিমা : বেদে নাহি সীমা : অপরাধ ক্ষম ক্ষীণে।।
বিশ্বের কারণ : বিশ্বের লোচন : বিশ্বের জীবন তুমি।
সর্ব্বদেবময় : সর্ব্ববেদাশ্রয় : আকাশ পাতাল ভূমি।।
একচক্র রথে : আকাশের পথে : উদয়গিরি হইতে।
বাহ অস্তগিরি : এক দিনে ফিরি : কে পারে শক্তি কহিতে।।
অতি খরতর : পোড়ে মহীধর : সিন্ধুর জল শুকায়।
পদ্মিনী কেমনে : হাসে হৃষ্টমনে : তোমার তত্ত্ব কে পায়।।
দ্বাদশমূরতি : গ্রহগণপতি : সংজ্ঞা ছায়া নারী ধন্যা।
শনি যম মনু : তব অঙ্গজনু : যমুনা তোমার কন্যা।।
বিশ্বের রক্ষিতা : বিশ্বের সবিতা : তাই সবিতা নাম।
তুমি বিশ্বসার : মোরে কর পার : করি হে কোটি প্রণাম।।
কোকনদোপর : থাক নিরন্তর : অশেষ গুণসাগর।
বরাভয় কর : ত্রিনয়ন ধর : মাথায় মাণিকবর।।
স্মরিলে তোমায় : পাপ দূরে যায় : আসরে উদয় হবে।
কৃষ্ণচন্দ্র ভূপে : চাহিবে স্বরূপে : ভারতচন্দ্রের স্তবে।।

3 Comments
Collapse Comments

তো কি সমস্যা

তুমি আমার মনের মানুষ
মনেরই ভিতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর

তোমায় এক নজর না দেখলে পরে
পরান আমার পোড়ে
দেখলে পরে দুই নয়নে
তৃষ্ণা আরো বাড়ে
সামনে আমার প্রেমের সিন্ধু
পাইনা তারে এক বিন্দু
হায় আমি অভাগিনী
পিপাসার কাতর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর

তোমার এত ভালোবাসা আমি
বল কোথায় রাখি
বুকের খাঁচায় বন্দী থেকো
ওগো অবুঝ পাখি
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ভরে
করিগো আদর
তুমি আমার জান বন্ধু
অন্তরের অন্তর
তুমি আমায় করো নাকো
কোনদিনও পর

এখানে ভাল গান দেয়া আছে
https://www.youtube.com/watch?v=oaigQ3yRdxA

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *