ও তোমরা গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধু রে?
খাটা খুটো মাহুত রে তোর
গালে চাপ দাড়ি।
সত্য করিয়া কন রে মাহুত
কোন দেশেতে বাড়ি রে?
হস্তী নরাং হস্তী চরাং
হস্তীর গলায় দড়ি।
সত্য করিয়া ক’ইলং কন্যারে,
ও কন্যা গৌরীপুরে বাড়িরে।।
হস্তী নরান হস্তী চরান
হস্তীর পায়ে বেড়ি
সত্য করিয়া কনরে মাহুত
ঘরে কয়জন নারী রে?
হস্তী নরাং হস্তী চরাং,
হস্তীর পায়ে বেড়ি
সত্য করিয়া ক’ইলং কন্যা,
বিয়াও নাই করি রে।।
হস্তী নরায় হস্তী চরায়
কাকোরা বাঁশের আড়া
কি সাপে দংশিলেক ও
মোর মাহুত বন্ধু হইল খোড়া
রোজায় ঝাড়ে গুণিকে ঝারে
ঢেকিয়া আগাল দিয়া।
মুই নারীটা ঝারং বিষ ঐ
কেশের আগাল দিয়া রে।।
——-
চলচ্চিত্র – মাহুত বন্ধুরে
শিল্পী – প্রতিমা বড়ুয়া / ভূপেন হাজারিকা
পূর্ববর্তী:
« ও তুই দেখবে, দেখবে রে দেখবে বল কারে
« ও তুই দেখবে, দেখবে রে দেখবে বল কারে
পরবর্তী:
ও দম গেলে আইবার নাইরে আশা »
ও দম গেলে আইবার নাইরে আশা »
Leave a Reply