নবী কমলিওয়ালা
দুজাহানের বাদশা(কামলিওয়ালা)।।
মরু সাহারায় এলেন ফুল ফুটাতে
আললাহর বন্ধু হাবিবুল্লাহ
গুণাহ নাই যার আছে পূণ্য
পাঠায়েছেন পাক রাব্বুল আল্লাহ।।
যে নবীর নাম শুনে হৃদয় জুড়ায়
খুলে যায় হৃদয়ের তালা
পাপ সব হেরে যায় হৃদয় থেকে
উজলে হয়ে যায় উতলা।।
নবী নাম শুনে ঐ কেঁপে উঠে গিরিখাত
ভেঙে যায় অগ্নিশালা
থেমে যায় তাহাদের প্রখর উত্তাপ
পৃথিবী হয়ে উঠে উজ্জ্বালা।।
পূর্ববর্তী:
« নবির ভেদ কে জানতে পারে
« নবির ভেদ কে জানতে পারে
Leave a Reply