যতই তুমি ডাকো রে বন্ধু
মিষ্টি মধুর সুরে
সেই সুর একদিন হারিয়ে যাবে
মলিন রাজ্যের ঘরে।।
বন্দি ঘরে আর কতদিন
ডাকবে প্রাণ পাখি
সময় হবে দিনের তফাৎ
যাইবে দিয়ে ফাঁকি
একদিন তো যাইবে পাখি
আমায় ফেলে শূন্য বাসরে।।
তের খন্ডি দিয়া পাখির
বাধলাম সখের ঘর
দরজা দিলাম খুলে অবলা সেজে
তোমায় করে নর
জানি তিমির শয্যা করবে একদিন
ফেলে আমারে।।
কত মজার খাবার দিলাম
মিষ্টি সুর শুনে
ডাকতে ওগো প্রাণপাখি
তুমি আপন মনে
নইলে বুঝি কাঁদবে বসে
পাগল নাঈম রে।।
পূর্ববর্তী:
« যখন পড়বে চরণখানি ও ঘাটের পাড়ে
« যখন পড়বে চরণখানি ও ঘাটের পাড়ে
পরবর্তী:
যমুনা পুলিনে শ্যাম নাগরি ত্ৰিভঙ্গ »
যমুনা পুলিনে শ্যাম নাগরি ত্ৰিভঙ্গ »
Leave a Reply