কেউ বলে দস্যু মানব,কেউ বলে দাম্ভিক
কেউ বলে মহাকবি,কেউ বলে ধার্মিক
আমি বলি কিচ্ছূটি নয়-আমি দেবার পূজরিক।।
কেউয়ের হাতে বরণডালা সাজে রুপের পূজরিক
কেউ কেউ সাজে মহাজন কেউ কেউ সাজে পথিক
আমি বলি কিচ্ছুটি নয় -আমি দেবার পূজরিক।।
কেউ করিছে মুখে মেকাপ কেউ সাজিছে রাণী
কেউ আবার দ্বন্দ্ব করে ঘটাইতেছে প্রাণহাণি
কেউ না জানলে প্রেমবাণী প্রেম সাগরে ডুবে শিখ।।
কেউ চলছে নিজ স্বার্থমতে কেউ আবার নিজ ধান্দ্বায়
কেউ আবেগে করে কর্ম কেউ ডুবে রয় শিক্ষায়
কেউ থাকে দিক্ষায় নাঈম মাসুকের আশিক।।
পূর্ববর্তী:
« কে যেন জল ভারতে যায় তোরা দেইখে আয়
« কে যেন জল ভারতে যায় তোরা দেইখে আয়
পরবর্তী:
কেউ বলে দুনিয়া দোজখ কেউ বলে রঙের বাজার »
কেউ বলে দুনিয়া দোজখ কেউ বলে রঙের বাজার »
Leave a Reply