আমার ঘরের লোক অর্থ ছাড়া কিছুই চেনে না
তারা নাহি চিনে সুনাম কর্ম সত্য বাসনা
তারা বলে আমায় আমি কোনো কর্ম পারি না।।
এই নাঈমে দুখে দুখে কত যে দিন কাটাই
আমার -হৃদ কাঙ্গনে দয়াল ছাড়া আর যে কেহ নাই
তারা বলে আমায় আমি কোনো কর্ম পারি না।।
নাইরে নাইরে এই জীবনে নাইরে কোনো সুখ
পাড়ার লোকে নিন্দে আমায় কেমনে দেখাই মুখ
তারা বলে আমায় আমি কোনো কর্ম পারি না।।
নাঈম ডাকে প্রাণবন্ধুরে গানেতে গানেতে
লোকে বলে গান গায় বোকা মূর্খ মুখেতে
তারা বলে আমায় আমি কোনো কর্ম পারি না।।
আমি সহি দিবারাতি কত শোক আর দুখ
কয় সবাই দূর অভাগা লুকিয়ে নে তোর মুখ
তারা বলে আমায় আমি কোনো কর্ম পারি না।।
রাধতে গেলে লোকে মারে উনুনেতে জল
আবার তারাই বলে শিখিস কর্ম হইয়া সবল
তারা বলে আমায় আমি কোনো কর্ম পারি না।।
দিনহীন নাঈমে নিন্দা সহিবে আর কতদিন
অবশেষে দেখি,কর্ম আমি করি প্রতিদিন
তারা বলে আমায় আমি কোনো কর্ম পারি না।।
পূর্ববর্তী:
« আমার গৃহ কর্ম না লয় মনে
« আমার গৃহ কর্ম না লয় মনে
পরবর্তী:
আমার জনম গেলো ভুলে ভুলে কইরা পিরিতি »
আমার জনম গেলো ভুলে ভুলে কইরা পিরিতি »
Leave a Reply