নাঈমের গায়ে হলদি রে
আনো তোমরা জলদি।
পাড়া পরশি সকলের মন
উঠে ফালদি ফালদি রে।।
কুঞ্জ মাঝে গেছ নাঈম
বুর পারিবায় তুমি
হওর বাড়িন্ত যাইবায় এবলা
নয়া রুপ ও ধরি রে।।
হলুদ বরন হইলো নাঈম
কুঞ্জ মাইজো গিয়া
কিলা রঙে হাজলায় নাঈম
দেখছনি তাকাইয়া রে।।
রকমফের কতজনা
আইছে তোরে দেখতে
সময় নি কাটিলো নাঈম
সাধের পোশাক পিনতে রে।।
পূর্ববর্তী:
« নাঈমের এ নাও রে কোন মেস্তরি নাও বানাইলো
« নাঈমের এ নাও রে কোন মেস্তরি নাও বানাইলো
পরবর্তী:
নাও বাইয়া যায় রে পাইক সারি সারি »
নাও বাইয়া যায় রে পাইক সারি সারি »
Leave a Reply