তুফান

তুফান

দুর্বার তরঙ্গ এক বয়ে গেল তীর-তীব্র বেগে,
বলে পেল : আমি আছি যে মূহূর্তে আমি গতিমান
যখনি মারাই গতি সে মুংতে আমি আর নাই।
–ইকবাল

সে তুফান থেমে গেছে, সাইমুমের সে দুর্ধষ পাখা–
সাহারার সূর্য-ঝড় লুপ্ত হিম-শর্বরী-আতলে,
অন্ধ, মূক আঁধারের অজগর বিশ্র ফণা তলে
দূরচারী বেদুইন-থর রশি আজ মেঘে ঢাকা,
আজ মরু-বালুকাতে লুপ্ত তার বিজয়ী পতাকা,
সেই গতিহারা ঝঞ্জা ধূলিলীন অস্তিত্ববিহীন
দুর্ভিক্ষ মড়কে আজ গণিতেছে তার শেষ দিন
ক্ষুধার কাফনে তার সর্বগ্রাসী মৃত্যু অংগরাখা
সে বিপুল প্রাণ-বহ্নি তবু আজো মরে নাই জানি
হে বলিষ্ঠ! যদি তুমি নেমে এস এ-পথে বারেক
এই মৃত মরুতটে যদি তুমি দাঁড়াও সন্ধানী,
মানুষের এ মিছিলে দিতে পারো যদি গতিবেগ,
অনায়াসে সেই ঝড় আবার তুলিবে তারা টানি,
মৃত মাঠ দিয়ে যাবে সাহারার উদ্দম আবেগ।।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *