চারিদিকে শান্ত বাতি — ভিজে গন্ধ — মৃদু কলরব; খেয়ানৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে; পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল;- এশিরিয়া ধুলো আজ — বেবিলন ছাই হয়ে আছে। বুকমার্ক করে রাখুন 0Category: রূপসী বাংলা (১৯৫৭)« পূর্ববর্তী:« চলে যাব শুকনো পাতা-ছাওয়া ঘাসেপরবর্তী: »চিরদিন শহরেই থাকি »
জল ঘোলা হওয়াটাই কি উপন্যাসের একটা বৈশিষ্ট্য নয় ?