আসমানী

আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা-ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।

পেটটি ভরে পায় না খেতে, বুকের ক’খান হাড়,
সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি।
পরণে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালী তার গার বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশীর মত সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয়নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।

আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল-বিল-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
খোসমানী আর আসমানী যে রয় দুইটি দেশে,
কও তো যাদু, কারে নেবে অধিক ভালবেসে?

5 Comments
Collapse Comments
ভুবনের ভবঘুরে June 15, 2012 at 2:04 pm

খুবি সুন্দর

আসল নামই শহিদ July 9, 2012 at 10:52 pm

কয়েক দিন আগে জানলাম কবির সেই আসমানীর অবস্থা খারাপ। দোয়া করি সে যেন ভাল হয়ে যায়….

আজ এই আসমানী মারা গেলেন।আজ খবর পরে এই কবিতাটা পরতে ইচ্ছা হলো।পড়লাম ও ভালো ও লাগলো কিন্তু পল্লী কবির এই আসমানী এখন আর নেই।

সালমান পলাশ September 21, 2012 at 10:17 pm

আসমানীরাই বাংলার আত্নপরিচয় ।তারা বাংলার ইতিহাসের অমর সাক্ষী ।

সাজ্জাদ খান August 29, 2013 at 1:27 pm

আজকে নীলপরী নিলাঞ্জনা নামে একটা নাটকে তাহসান এই কবিতাটা গান হিসাবে গাইল, শুনে খুব ভালো লাগলো 🙂

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *