বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না,
ফাগুনেরই দিনগুলি কি আর থাকবে না ।।
দোল্ দোল্ মহুয়াতে নেশা আর জাগে না,
গুন্ গুন্ ভোমরার গান ভাল লাগে না–
জোনাকিরা দীপ জ্বেলে আর রাখবে না ।।
রিম ঝিম নূপুরের বোল্ আর বাজে না,
রঙ রঙ পলাশের রঙে মন সাজে না–
বনছায়া ফুলে ফুলে আর ঢাকবে না ।।
***
গান – বাঁশি বুঝি সেই সুরে আর ডাকবে না
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: গীতা দত্ত
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি: সাথীহারা
Leave a Reply