গানটির শুদ্ধপাঠ
আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর,
ওগো অনেক দিনের পর।
আজ আমার সোনার বঁধূ এল আপন ঘর,
ওগো অনেক দিনের পর।।
আজ আমার নাই কিছু কালো,
পেয়ে আজ উজল মণি সব হলো আলো।
আজ আমার নাইকো কেহ পর,
সুখীরে করেছি সখা, দুঃখীরে দোসর—
অনেক দিনের পর।।
মনে পড়িল তা কি?
এতদিন যে দুয়ার খুলে ছিনু একাকী।
বুঝি ভিজিল আঁখি।
আর ছেড়ে যেয়ো না বঁধূ জন্মজন্মান্তর,
ওগো আমার সুন্দর।।
পুরাতন পাঠ
আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর,
ওগো অনেক দিনের পর।
আজ আমার সোনার বধূ এল আপন ঘর,
ওগো অনেক দিনের পর।।
আজ আমার নাই কিছু কালো,
পেয়ে আজ উজল মণি
সব হলো আলো।
আজ আমার নাইকো কেহ পর,
সুখীরে করেছি সখা, দুঃখীরে দোসর
ওগো অনেক দিনের পর।।
মনে পড়িল তাকি?
এতদিন যে দুয়ার খুলে ছিনু একাকি।
বুঝি ভিজিল আঁখি।
আর ছেড়ে যেয়ো না বধূ জন্মজন্মান্তর,
ওগো আমার সুন্দর।।
Sanjoy Acharjya
গানটির শুদ্ধপাঠ
আজ আমার শূন্য ঘরে আসিল সুন্দর,
ওগো অনেক দিনের পর।
আজ আমার সোনার বঁধূ এল আপন ঘর,
ওগো অনেক দিনের পর।।
আজ আমার নাই কিছু কালো,
পেয়ে আজ উজল মণি সব হলো আলো।
আজ আমার নাইকো কেহ পর,
সুখীরে করেছি সখা, দুঃখীরে দোসর—
অনেক দিনের পর।।
মনে পড়িল তা কি?
এতদিন যে দুয়ার খুলে ছিনু একাকী।
বুঝি ভিজিল আঁখি।
আর ছেড়ে যেয়ো না বঁধূ জন্মজন্মান্তর,
ওগো আমার সুন্দর।।