অজ্ঞান মন, খুয়াইলায় মহাজনের ধন
এবে কি লইয়া গমন?
মনারে, আনিলায় মানিকের ভরা বেপারের কারণ
ভবের বাজারে আসি খুয়াইলায় ধন।
হাউছ, হিরছ, শুভ, লোভ ডাকাইত চারিজন
হুসাই, বুধাই, পারাদারে, করিয়া নিধন।
মনারে, চারি ডাকাইত মিলি করিল লুণ্ঠন
রাজপন্থে বসি এবে জুড়িছ কান্দন।
পানা কর মান্বুদ আল্লা, ঠেকছি বিপাকে এখন
কলিমার সাথে যেন হয় মোর মরণ।
শিতালং ফকির কান্দে ভাবি নিরঞ্জন
ছিরাত সংকটে পানা কর জানি অবোধ জন।।
————
শিতালং শাহ
What is the meaning in hindi of this lyrics ?