2 of 2

শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ

শ্যামবাজারের তুলসীরাম ঘোষের পরিবারবর্গ

হুগলী জেলার পায়তল নিবাসী রামনিধি ঘোষের পুত্র তুলসীরাম অনারেবল ঈস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ঢাকায় খাজাঞ্চীর চাকরি করতেন। এই কাজে তিনি অপরিমেয় অর্থ উপার্জন করেন। তিনিই প্রথম গ্রাম ছেড়ে কলকাতায় বসবাস করতে চলে আসেন ৷ তিনি ঢাকায় একটি কালীমন্দির এবং কাশীতে একটি শিবমন্দির প্রতিষ্ঠা করেন।

তুলসীরামের দুই পুত্র : শিবপ্রসাদ ও ভবানীপ্রসাদ। শিবপ্রসাদের দুই পত্নী। প্রথমার গর্ভে জন্ম হয় দুই পুত্রের : কাশীপ্রসাদ ও কালীপ্রসাদ আর দ্বিতীয়ার গর্ভে জন্ম হয় চার পুত্রের : লোকনাথ, কৈলাসনাথ, তারকানাথ ও শম্ভুনাথ।

ভবানীপ্রসাদ তাঁর একমাত্র পুত্র হরপ্রসাদ ঘোষকে রেখে মারা যান। তুলসীরামের পৌত্র কাশীপ্রসাদ ‘ভারতীয় কবি’ নামে খ্যাত ছিলেন। কতকগুলি শায়ের ও অন্যান্য গ্রন্থের তিনি রচয়িতা। তিনি ছিলেন ‘হিন্দু ইন্টেলিজেন্সার’ পত্রিকার মালিক ও সম্পাদক। ২৪ পরগণা জেলায় তাঁর জমিদারী ছিল।

কাশীপ্রসাদের ভাই কালীপ্রসাদ ধর্মপ্রাণ নিষ্ঠাবান হিন্দু। ধর্মানুষ্ঠানে তিনি প্রচুর ব্যয় করেন। অন্ধ, অসহায় ও দরিদ্র কয়েকজন ব্রাহ্মণের তিনি ভরণপোষণের ব্যয় বহন করেন।

এই বংশের অন্যান্য ব্যক্তিগণ স্বাধীনচেতা ও সৎ।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *