চন্দ্রদোষ ওষুধে সারে না

চন্দ্রদোষ ওষুধে সারে না

[বইটি উৎসর্গ করা হয়েছিল নাসা পাতাপিউ ক্রিসতোফিদিস-কে। গ্রিক ভাষার কবি। থাকতেন সাইপ্রাসে। এসেছিলেন ভোপালে এশীয় কবি সম্মেলনে, যেখানে কবির সঙ্গে বন্ধুত্ব হয় পাতাপিউয়ের। সাত দিন একসঙ্গে কবিতা পড়া, কবিতা শোনা, তারপর পাতাপিউয়ের সঙ্গে আর দেখা হয়নি। পাতাপিউয়ের স্বামী ছিলেন মন্ত্রী।

এই বইটিতেই ঘোষণা করা হয়েছিল— ‘বাবার বিরুদ্ধে আমি একশটি সনেট লিখব’। বাবা ছাড়াও একটা বড় অংশ জুড়ে ছড়িয়ে আছে আর্যাবর্ত নিয়ে কবিতা, ‘আর্যাবর্ত কোনদিকে?’

প্রথম প্রকাশ: ১৯৯১। প্রকাশক: প্রতিভাস। প্রচ্ছদ: সুব্রত চৌধুরী। মূল্য, ১৫ টাকা।]

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *