০৪২. যুধিষ্ঠিরকৃত যুদ্ধমৃতের ঔর্দ্ধদেহিক ক্রিয়া

৪২ম অধ্যায়

যুধিষ্ঠিরকৃত যুদ্ধমৃতের ঔর্দ্ধদেহিক ক্রিয়া

বৈশম্পায়ন বলিলেন, অনন্তর রাজা যুধিষ্ঠির সমরনিহত জ্ঞাতিবর্গের পৃথক পৃথক্ শ্রাদ্ধাদি সম্পাদন করিলেন। মহারাজ ধৃতরাষ্ট্রও স্বীয় পুত্রগণের স্বর্গার্থে ব্রাহ্মণগণকে অন্ন, গাভী, বিবিধ ধন ও রত্ন প্রদান করিলেন। মহাযশস্বী রাজা যুধিষ্ঠির দ্রৌপদীর সহিত একত্র হইয়া মহাত্মা দ্রোণ, কর্ণ, দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু, হিড়িম্বাতনয় ঘটোৎকচ, বিরাট প্রভৃতি উপকারপরায়ণ সুহৃদগণ ও দ্রৌপদীর পাঁচপুত্রের উদ্দেশে সহস্র সহস্র ব্রাহ্মণকে ধন, রত্ন, গাভী ও বস্ত্রসকল প্রদান করিতে লাগিলেন। যেসকল নরপতিদিগের বন্ধুবান্ধব কেহই বিদ্যমান ছিল না, ধৰ্ম্মরাজ তাঁহাদিগেরও ঔর্দ্ধদেহিক কাৰ্য্য সম্পন্ন করিলেন এবং সুহৃদগণের উদ্দেশে বিবিধ ধর্ম্মশালা, পয়ঃপ্রণালী ও তড়াগ[জলাশয়—পুষ্করিণী]-সকল প্রদান করিতে লাগিলেন।

মহারাজ যুধিষ্ঠির এইরূপে নিহত বীরগণের নিকট অঋণী হইয়া ধৰ্ম্মানুসারে প্রজাপালনে নিরত হইলেন এবং ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুর, অমাত্যগণ, ভৃত্যগণ ও পতিপুত্রবিহীন কৌরবস্ত্রীগণকে পূৰ্ব্বের ন্যায় সম্মান এবং দীন ও অন্ধদিগকে গৃহ, আচ্ছাদন ও ভোজন দানপূৰ্ব্বক প্রতিপালন করিয়া নিষ্কণ্টকে পরমসুখে রাজ্যভোগ করিতে লাগিলেন।