০৬. ঠাকুরের চিকিৎসক-সংবাদ

ঠাকুরের চিকিৎসক-সংবাদ

চিকিৎসক ও উকিলদের প্রবল সমালোচনা করতেন বটে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে এঁদের বেশ ভালোবাসতেন তার যথেষ্ট প্রমাণ ছড়িয়ে রয়েছে নানা লেখায়। একজন ডাক্তার তাকে জুতো উপহার দিয়েছিলেন এবং তা তিনি সানন্দে গ্রহণ করেছিলেন। এর আগে তার জুতো চুরি যায়। আর একজন চিকিৎসকের কাছে সযত্নে রক্ষিত ছিল তার পাদুকা। উকিলদের কথা বলাই বাহুল্য, যাঁকে তিনি সবচেয়ে ভালোবাসতেন ৩ নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটের সেই নরেন্দ্রনাথ দত্ত তো সবসময় বলতেন সাতপুরুষ উকিলের বংশ। নরেন্দ্রনাথ নিজেও একসময় এটর্নি অফিসে কাজে বেরুতেন। শেষ মুহূর্তে কাশীপুরে যাতায়াতকালে ফাঁইনাল আইন পরীক্ষায় বসা হয়নি।

ঠাকুরের চিকিৎসক অনুসন্ধানে ৩৮ জনের নাম পেয়েছি–এঁরা ডাক্তার, কবিরাজ, বৈদ্য ও নাড়িজ্ঞানী। কেউ এম. ডি., কেউ অ্যালোপাথ হয়েও পরে হোমিওপ্যাথ, কেউ পারিবারিক পেশায় বৈদ্য। এই ৩৮ জনের মধ্যে অন্তত ২৭ জন যে কোনো না কোনো সময় শ্রীরামকৃষ্ণের স্বাস্থ্যের সঙ্গে জড়িত ছিলেন তাও লক্ষ্য করেছি, বাকি ১১ জন সম্পর্কে ব্যাপারটা এখনও অস্পষ্ট।

স্বাস্থ্যবিশেষজ্ঞদের নাম নিচে দেওয়া হল। কিছুক্ষেত্রে পুরো নাম সহজলভ্য নয়, সেকালের রীতি অনুযায়ী অমুক ডাক্তার, অমুক কবিরাজ বলেই তারা সুপরিচিত থাকতেন :

• অতুলচন্দ্র ঘোষ

• আব্দুল ওয়াজিদ

• ঈশানচন্দ্ৰ কবিরাজ

• উপেন্দ্রনাথ ঘোষ

• কালী ডাক্তার।

• কৈলাশচন্দ্র বসু

• গঙ্গাপ্রসাদ সেন।

• গোপাল কবিরাজ

• গোপীমোহন কবিরাজ

• জ্ঞানেন্দ্রমোহন কাঞ্জিলাল

• ত্রৈলোক্যনাথ বন্দ্যোপাধ্যায়

• ত্রৈলোক্যনাথ বসু।

• দাড়িওয়ালা ডাক্তার

• দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়

• দ্বারিকানাথ কবিরাজ

• দু’কড়ি ডাক্তার

• নবগোপাল কবিরাজ

• নবীন পাল

• নিতাই মল্লিক

• নিতাই হালদার

• প্রতাপচন্দ্র মজুমদার

• ভগবান দাস

• ভগবান রুদ্র

• মধুসূদন ডাক্তার

• মহলানবীশ ডাক্তার

• মহেন্দ্রনাথ পাল

• মহেন্দ্রনাথ সরকার

• রাখালদাস ঘোষ।

রাজেন্দ্রলাল দত্ত

• রাম কবিরাজ।

• রামনারায়ণ ডাক্তার

• বিপিনবিহারী ঘোষ

• বিশ্বনাথ কবিরাজ।

• বিহারীলাল ভাদুড়ি

• বৈদ্য মহারাজ

• শশীভূষণ ঘোষ

• শশীভূষণ সান্যাল ও

• শ্রীনাথ ডাক্তার।

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *