যেতে যেতে মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে

মধ্যযুগ
মুখ চুন করে
দুহাতে পাঁজর চেপে
ফিরে যাচ্ছে নিজ অন্ধকারে।
নীল গগনের ললাটে চন্দন ছিল,
সেখানে হংসমিথুন নয়
বীরদর্পে পাক খাচ্ছে কয়েকটা শকুন
কাকাতুয়ার মতন অনর্গল কলকল,
‘ক্ষমতা, ক্ষমতা…’

যেতে যেতে
হঠাৎ কী মনে করে
ফিক করে হেসে
মধ্যযুগ ঘুরে দাঁড়িয়েছে।

কে দেখেছে, কে দেখেছে,
দাদারা দেখেছে
দিদিরা দেখেছে…

সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৬, ২০১১

Post a comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *